আক্রান্ত
২,০৩৭,৬২২
হাবিবুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি গ্রামের ইউসুফ আলী (৩৪) ও আফজাল হোসেন (৩৬)।
ওসি (ডিবি) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশনায় ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply