মোঃ হাবিবুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় ১১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাধারণ মানুষকে মাস্ক পরার আহ্বান জানানো হয়। এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হয়।
এদিকে, ঢিলেঢালা লকডাউন চলছে সিরাজগঞ্জে। জেলার এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে সিএনজি অটোরিকশাসহ তিন চাকার যানবাহন। এসব যানবাহনের যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি। জেলার হাটবাজারসহ দোকানপাট চালু রয়েছে। রয়েছে বেশ জনসমাগম।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এ জন্য জেলা প্রশাসন কাজ করছে। প্রশাসন চেষ্টা করছে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে।
Leave a Reply