আক্রান্ত
০
নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি না মানায় কক্সবাজার শহরে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিয়া সুলতানা ও দেবাংশু বিশ্বাস।
অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১২ জনকে মোট ২ হাজার ৩৫০ টাকা অর্থ দন্ড করা হয়েছে বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালত সূত্র।
প্রসঙ্গত, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে কক্সবাজার শহরে প্রতিদিনই অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালতের একাধিক টিম।
Leave a Reply