আক্রান্ত
০
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে রোজাদার রিকশাচালকদের জন্যে ইফতারির প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়।কার্যক্রমটি পরিচালনা করছে পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিত্তবানদের আর্থিক সহায়তায় এবং পটুয়াখালীবাসী সংগঠনের তত্বাবধানে এই কার্যক্রমটি চলছে।
হ্যাঁ, আমরা চাইলে এই দুর্দিনে আমাদের আশপাশের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি ঠিক এভাবে। আমাদের প্রত্যেকের সম্পদের উপর অসহায় প্রতিবেশীর হক রয়েছে। শুধু রাষ্ট্রযন্ত্রের দোষ না দিয়ে নিজেদের আশপাশের অসহায় প্রতিবেশীর সাহায্যে এগিয়ে গেলে, অন্তত এই দুর্দিনে দেশে কেউ না খেয়ে মরবেনা। অসংখ্য ধন্যবাদ দৈনিক জনতার অধিকার এর পক্ষ থেকে“পটুয়াখালীবাসী” সংগঠনকে।
Leave a Reply