আক্রান্ত
০
কুমারখালী প্রতিনিধিঃ রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কুষ্টিয়ার কুমারখালী বাজারে অভিযান চালিয়েছে বাজার মনিটরিং কমিটি।
আজ রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম এর নেতৃত্বে শহরের মুল বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রমাণ পায় বাজার মনিটরিং কমিটি। বেশির ভাগ দোকানে ছিল না কোনো মূল্য তালিকা ও পণ্য ক্রয়ের রশিদ।
উপজেলা সহকারী কমিশনার প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের হুঁশিয়ারির পাশাপাশি নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেন। নির্দেশ না মানলে আগামী দু-একদিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণা দেন তিনি। অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য, সাংবাদিক ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Leave a Reply