আক্রান্ত
০
মোঃ রবিউল ইসলাম রাজবাড়ী প্রতিনিধিঃ অদ্য ইং-২২/০৮/২০২২খ্রিঃ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মফিজুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লোকোসেড সাকিনস্থ জনৈক আহম্মদ শিকদার(৫৫), পিতা-মৃত মহির শিকদার এর বসত বাড়ীর উঠানের উপর হতে আসামী ১। মোঃ মোহন প্রামানিক(৩৭), পিতা-সেকেন প্রামানিক, সাং-রামচন্দ্রপুর (কামালদিয়া কান্দি), থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা (মূল্য অনুমা মোট-২০,০০০/-টাকা) সহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে উক্ত আসামির নামে বিজ্ঞ আদালতে ০৫(পাঁচ) টি মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply