আক্রান্ত
০
আশরাফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলা, প্রতিনিধিঃ আজ ০২ রা মার্চ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর বড় মসজিদের সামনে এক সড়ক দুর্ঘটনায় মোঃ ওয়ালিদ (০৭) পিতা মোঃ গোলাম রহমান গ্রামঃ খাজানগর থানাঃ কুষ্টিয়া সদর জেলাঃ কুষ্টিয়া নিহত হয়, স্হানীয় সুএ মতে দুপুর ২ টার সময় জুম্মার নামাজ আদায় করে বাসায় যাওয়ার সময় মটর সাইকেল চালহিত মোঃ মেহেদী (২০) পিতা মোঃ মুনসুর আলী গ্রামঃ খাজানগর থানাঃ কুষ্টিয়া সদর জেলাঃ কুষ্টিয়া উক্ত মটর সাইকেলে রওনা দিলে পোড়াদহ থেকে কুষ্টিয়া গামী ডাম্প ট্রাকের সাথে ধাক্কা লেগে মটর সাইকেলে বসা ওয়ালিদের মৃত্যু হয় অপর দিকে মটর সাইকেল চালক মেহেদীর অবস্থা আশংকাজনক হওয়ার তাকে দূত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে শিশু ওয়ালিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply