আক্রান্ত
২,০৩৭,৫৪৩
জনতার অধিকার নিউজ ডেস্কঃ কুষ্টিয়া শহরের বেশীর ভাগ এলাকায় দেখা গিয়েছে বিশুদ্ধ পানির এক চরম সংকট। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে গ্রাম বা শহরের প্রায় অধিকাংশ জায়গার টিউবওয়েল থেকে পাওয়া যাচ্ছে না পরিমান মত পানি।
পানির লেয়ার ভূ- গভের তলদেশ থেকে অনেক নিচে নেমে যাওযায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে। আগামী ৫/৭ দিনের মধ্যে বৃষ্টি পাত না হলে সমস্যা আরো তীব্র থেকে তীব্রতর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে অতিসত্বর গড়াই নদী খননের ব্যবস্থা না করলে কুষ্টিয়ায় পানির সংকট আরোও বাড়তে পারে।
এই গরমের মাঝে চলার পথে নিয়মিত পানি পান করে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি।
মহান আল্লাহ রাববুল আলামীন আমাদের সকলকে পানি সংকট থেকে পরিএান দান করুন।
Leave a Reply